Skip to main content

পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম

পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উঃ এশিয়া।

পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উঃ অস্ট্রেলিয়া।

আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃ রাশিয়া।

জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃ চীন।

আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান সিটি।

জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান সিটি।

জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।

আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উঃ কাজাখস্তান।

৯) জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?

উঃ মালদ্বীপ।

১০) জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?

উঃ টোকিও।

১১) আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?

উঃ নিউইয়র্ক।

১২) পৃথিবীর উচ্চতম শহর কোনটি?

উঃ ওয়েন চুয়ান (তিব্বত, চীন)

১৩) পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?

উঃ প্রশান্ত মহাসাগর।

১৪) পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?

উঃ প্রশান্ত মহাসাগর।

১৫) পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?

উঃ উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর।

১৬) পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?

উঃ অ্যান্টার্কটিকা।

১৭) পৃথিবীর বৃহত্তম শুষ্কতম মরুভূমির নাম কি?

উঃ আতাকামা মরুভূমি।

১৮) পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি?

উঃ সাহারা মরুভূমি।

১৯) পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম কি?

উঃ গোবি মরুভূমি।

২০) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

উঃ আন্দিজ পর্বতমালা।

২১) পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?

উঃ এভারেস্ট।

২২) পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?

উঃ তিব্বতীয় মালভূমি।

২৩) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উঃ গ্রিনল্যান্ড (আটলান্টিক মহাসাগর)।

২৪) পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

উঃ মাজুলি দ্বীপ।

২৫) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?

উঃ সুন্দরবন।

২৬) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উঃ নীলনদ।

২৭) পৃথিবীর গভীরতম নদী কোনটি?

উঃ কঙ্গো নদী।

২৮) পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?

উঃ আমাজন।

২৯) পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি?

উঃ নায়াগ্রা।

৩০) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

উঃ অ্যাঞ্জেল।

৩১) পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

উঃ কাস্পিয়ান সাগর।

৩২) পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?

উঃ বৈকাল হ্রদ।

৩৩) পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি?

উঃ টিটিকাকা।

৩৪) পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি?

উঃ কাস্পিয়ান সাগর।

৩৫) পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?

উঃ সুপিরিয়র হ্রদ।

৩৬) পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোনটি?

উঃ ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক।

৩৭) পৃথিবীর উচ্চতম বিমানবন্দর কোনটি?

উঃ দাওচেং ইয়াদিং বিমানবন্দর (সিচুয়ান, চীন)।

৩৮) পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি?

উঃ হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর।

৩৯) পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন কোনটি?

উঃ হুবলি রেলওয়ে স্টেশন।

৪০) পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি?

উঃ ঘুম রেলওয়ে স্টেশন।

৪১) পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি?

উঃ ট্রান্স সাইবেরিয়ান।

৪২) পৃথিবীর দীর্ঘতম রেল সেতু কোনটি?

উঃ দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ।

৪৩) পৃথিবীর দীর্ঘতম সেতু কোনটি?

উঃ দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ।

৪৪) পৃথিবীর বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি?

উঃ আকাশী কাইকো সেতু।

৪৫) পৃথিবীর উচ্চতম সেতু কোনটি?

উঃ পেইফানচিয়াং সেতু।

৪৬) পৃথিবীর দীর্ঘতম সড়কপথ কোনটি?

উঃ ব্রডওয়ে।

৪৭) পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি?

উঃ মসজিদ আল-হারাম।

৪৮) পৃথিবীর বৃহত্তম গির্জা কোনটি?

উঃ সেন্টপিটার গির্জা।

৪৯) পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি?

উঃ অটল টানেল।

৫০) পৃথিবীর দীর্ঘতম রেলপথ টানেল কোথায় অবস্থিত?

উঃ গথার্ড বেস সুড়ঙ্গ (সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার মধ্য দিয়ে নির্মিত একটি রেল সুড়ঙ্গ)।

৫১) পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম কোনটি?

উঃ ব্রিটিশ মিউজিয়াম।

৫২) পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি?

উঃ মালাক্কা প্রণালী।

৫৩) পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি?

উঃ জিনপিং।

৫৪) পৃথিবীর উচ্চতম মূর্তি কোনটি?

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।

৫৫) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উঃ গ্রিনল্যান্ড।

৫৬) পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি?

উঃ গ্রেট ব্যারিয়ার রিফ।

৫৭) পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি?

উঃ চীনের প্রাচীর।

৫৮) পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?

উঃ ইন্দোনেশিয়া।

৫৯) পৃথিবীর বৃহত্তম সমাধি কোনটি?

উঃ গোল গম্বুজ (ভারত)।

৬০) পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি?

উঃ ল্যাম্বার্ট।

৬১) পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি?

উঃ গ্রিনল্যান্ডের জ্যাকোবসান হিমবাহ।

৬২) পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি?

উঃ ল্যাম্বার্ট (আন্টার্কটিকা মহাদেশ)।

পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি?
উঃ মৌনালোয়া (হাওয়াই দ্বীপপুঞ্জ)

পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি?
উঃ ওজোস ডেলসালাডো।

পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার কোনটি?
উঃ লাইব্রেরী অফ কংগ্রেস।

পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?
উঃ গ্রান্ড খাল।

পৃথিবীর গভীরতম খাল কোনটি?
উঃ পানামা খাল।

পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
উঃ আজিজিয়া।

পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উঃ ভেরখোয়ান্‌স্ক্‌।

পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি?
উঃ আতাকামা মরুভূমি।

পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি?
উঃ রোমের ভ্যাটিকান প্রাসাদ।

পৃথিবীর বৃহত্তম বাড়ি কোনটি?
উঃ বুর্জ খালিফা।